বড়াইগ্রামে রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা
নাটোরের বড়াইগ্রামে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে সভাপতিত্ব করেন ইউএনও মোসা: মারিয়াম খাতুন।
সভায় উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, জাতীয় মহিলা সংস্থার সভাপতি নাজমা খাতুন ও মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন বক্তব্য রাখেন।
পরে অতিথিরা সম্মাননা প্রাপ্ত শেফালী খাতুন (সমাজ উন্নয়ন), নীলা চৌধুরী (অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী), নুরজাহান বেগম (সফল জননী), রওশনারা খাতুন (শিক্ষা ও চাকরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী) এবং বিউটি বেগমের (নির্যাতনের বিভীষিকা মুছে নতুন জীবন) হাতে ক্রেষ্ট ও সম্মাননাপত্র তুলে দেন।