মায়ের নির্যাতনের প্রতিশোধ নিতে বাবাকে ছুরিকাঘাত

সিরাজগঞ্জ প্রতিনিধি.

0 31

প্রায় মাকে মারধর ও নির্যাতন করত বাবা। মায়ের নির্যাতনের কারণে ছেলে ক্ষুদ্ধ হয়ে বাবাকে  ছুরিকাঘাত করেন।

পরে  আহত বাবা তোফাজ্জল হোসেন মন্ডল (৫১) নামের ব্যক্তি  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে, গত শুক্রবার রাত ১০টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের বিন্নাবাড়ি গ্রামে ওই  ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে। নিহত তোফাজ্জেল হোসেন মন্ডল একই গ্রামের বাসিন্দা ও ডেকোরেটর ব্যবসায়ী ছিলেন।

নিহতের ভাতিজা জানান, গত শুক্রবার রাতে তোফাজ্জল হোসেনের সঙ্গে তার প্রথম স্ত্রী রেজেদা খাতুনের সাংসারিক বিষয়ে বিবাদ হয়। একপর্যায়ে তোফাজ্জল তার স্ত্রীকে মারধর শুরু করেন। এ

সময় বাড়িতে ছিলেন তোফাজ্জলের মেজো ছেলে বাবু। মাকে মারধর করার বিষয়টি দেখে সহ্য করতে পারেননি তিনি। পরে ঘর থেকে ধারালো ছুরি নিয়ে এসে বাবার পেটে ঢুকিয়ে দেন তিনি।

এতে তোফাজ্জল গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তোফাজ্জেলকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে আজ সকাল সাড়ে ১১ টার দিকে তিনি মারা যান।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। তবে এখনও এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।

মন্তব্য করুন।

আপনার মেইল প্রকাশিত হবে না।