প্রথমবারের মতো শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হলেন ইলিয়াস কাঞ্চন। আর তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ খান।
পর পর দুই বারের সভাপতি মিশা সওদাগর তৃতীয়বারে এসে হারলেন ইলিয়াস কাঞ্চনের কাছে। কাঞ্চন পেয়েছেন ১৯১ ভোট, মিশা পেয়েছেন ১৪৮ ভোট।
শুক্রবারের ভোটে পরাজিত হলেও সামাজিক মাধ্যমে নব-নির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনকে অভিনন্দন জানান মিশা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আগেই জানিয়েছেন, নতুন কমিটিকে সব ধরনের সহায়তা করবেন।
এবার মিশা সওদাগরকেও পাশে চাইলেন নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন। মিশা সওদাগরকে উপদেষ্টা পরিষদের একজন হিসেবে চান কাঞ্চন।
আজ বিকালে ঢাকার কাকরাইলে ‘নিরাপদ সড়ক চাই’-এর কার্যালয়ে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইলিয়াস কাঞ্চন। নির্বাচন পরবর্তী বিষয়ে করণীয় সম্পর্কে বলতে গিয়ে ‘বেদের মেয়ে জোছনা’র নায়ক বলেন, ‘আজ সকালেই মিশার সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাকে বলেছি, তোমার যে অভিজ্ঞতা সেটা আমাদের দরকার। উপদেষ্টা কমিটি করব শিগগিরই, তুমিও সেখানে থাকবে। তোমার অভিজ্ঞতা কাজে লাগালে আমরাও উপকৃত হব।