নাটোরের সিংড়ায় পুকুর সংস্কারের সময় প্রায় ৫০ কেজি ওজনের একটি প্রাচীন মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২৬ মে) বেলা ১১ টার দিকে উপজেলার রামানন্দ খাজুরিয়া ইউনিয়নের বেলতা গ্রামের একটি পুকুর সংস্কারের সময় মূর্তি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে সিংড়া থানা পুলিশ গিয়ে মূর্তিটি উদ্ধার করে।
রামানন্দ খাজুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বলেন, বেলতা গ্রামের একটি পুকুর সংস্কারের সময় মূর্তি পাওয়া যায়। পরে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করেছে। থানায় আনা হচ্ছে।
Very good article. I definitely appreciate this website. Stick with it!