চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি.

0 34

ভোলাহাট উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। ২২ মার্চ বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের অন্যান্য জেলা ও উপজেলার ন্যায় ভোলাহাটকেও গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভোলাহাট উপজেলায় তিন ধাপে ভোলাহাট সদর ইউনিয়নে ৪০৭ টি, গোহালবাড়ি ইউনিয়নে ২৫২টি, দলদলি ইউনিয়নে ২৯৮ টি এবং জামবাড়িয়া ইউনিয়নে ১৬৫ টি গৃহহীন ও ভূমিহীনকে মোট ১১২২ পরিবারকে ঘর ও জমির দলিল হস্তান্তর করেছেন ভোলাহাট উপজেলা প্রশাসন।

২২ মার্চ আনুষ্ঠানিকভাবে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । উল্লেখ্য ইতিপূর্বে জেলার শিবগঞ্জ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।

এর মধ্যে ৩ টি ঘর রয়েছে ব্যক্তি উদ্যোগে এবং ১ টি ঘর রয়েছে রাজস্ব খাত থেকে। ভোলাহাট উপজেলায় ১১১৮ টিসহ ‘ক’ শ্রেণীভুক্ত ৪ হাজার ৮১৯ গৃহের নির্মাণ সম্পন্ন হয়েছে।

ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম, ওসি তদন্ত মোঃ রেজুয়ানুল হক ।

মন্তব্য করুন।

আপনার মেইল প্রকাশিত হবে না।