সাংবাদিকতা করতে চান

ইতিবাচক বাংলাদেশ (The Positive Bangladesh) অর্থাৎ গঠনমূলক এবং যা বাংলাদেশের ভাবমূর্তিকে বিশ্ব দরবারে মুখ উজ্জ্বল করবে এমন সংবাদ প্রকাশের অঙ্গিকার নিয়ে সংবাদ মাধ্যমটির অগ্রযাত্রা। আমরা চাই অশেষ নেতিবাচক সংবাদের ভীরে ইতিবাচক সংবাদ প্রকাশিত হোক। এটা সত্য যে, আমরা সংবাদ মাধ্যম লক্ষ করলে দেখতে পাই, বেশিরভাগ সংবাদই নেতিবাচক। তারপরেও আমাদের আশে-পাশে অসংখ্য সংবাদ রয়েছে যা আমাদের আশার আলো হয়ে পথ দেখাবে। সুতরাং আপনি যদি আমাদের এ যাত্রার সাথে একাত্বতা ঘোষণা করেন তাহলে হতে পারেন এ পরিবারের সদস্য।

সংবাদদাতা হতে চাইলে আপনাকে যা যা করতে হবে-

১। আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

২। দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে। দেশের সংবিধান মানা এবং এদেশের মানুষের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।

৩। আপনাকে আবেদন করতে হবে বা জাতীয় পরিচয়পত্রসহ বায়োডাটা পাঠাতে হবে।

বায়োডাটায় যা যা লিখবেন

বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, মোবাইল নম্বর ইত্যাদি।

বায়োডাটা বা আবেদন পাঠানোর ঠিকানা-

Email: thepositivebdnews@gmail.com