বড়াইগ্রামে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার পেলেন ২৩০০ কৃষক

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

1 67

নাটোরের বড়াইগ্রামে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার পেলেন দুই হাজার তিনশ’ জন কৃষক।

মঙ্গলবার ২০২১-২০২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় এসব ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রত্যেককে ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএনপি ও ১০ কেজি করে এমওপি সার দেয়া হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মারিয়াম খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি কৃষকদের মাঝে এসব উপকরণ তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌরসভার মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজিব আহমেদ বক্তব্য রাখেন।

উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা জানান, চলতি মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেক কৃষককে এক বিঘা জমির জন্য এ প্রণোদনা সহায়তা দেয়া হচ্ছে।

1 Comment
  1. נערות ליווי says

    I must thank you for the efforts youve put in penning this site. I am hoping to check out the same high-grade blog posts by you in the future as well. In fact, your creative writing abilities has motivated me to get my very own blog now 😉

মন্তব্য করুন।

আপনার মেইল প্রকাশিত হবে না।