মঁই লাগিয়ে যে সেতুতে উঠতে হয়!
মই লাগিয়ে যে সেতুতে উঠতে হয় কথাটি শুনলে যে কেউ চমকে উঠবেন। আসলেই সত্যি মই লাগিয়ে সেতুতে উঠতে হয়। এমনই বিড়ম্বনাময় সেতু তৈরি করা হয়েছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের চরবৈরাতী গ্রামের হাজিরহাট এলাকায়।
একটি খালে দুই সেতু। যুক্ত হয়নি ৭০ মিটার খালের দুই তীর। বরং মাঝখানে মাটি ভরাট করে সংযোগ দেওয়া হয়েছে দুই সেতুর। সাম্প্রতিক বন্যায়…