আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন নোবিপ্রবি বিশ্ববিদ্যালয়

নোবিপ্রবি প্রতিনিধি.

0 68

আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় বাংলাদেশ মুক্তিযোদ্ধ স্টাডিজ বিভাগকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সমাজবিজ্ঞান বিভাগ।

টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগ ৮ ওভারে ৭ উইকেট হারিয়ে ৪০ রান সংগ্রহ করে। জবাবে ৬ উইকেট হাতে রেখে ৭ ওভারে জয় লাভ করে সমাজবিজ্ঞান বিভাগ।

দলের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করেন সামাজবিজ্ঞান বিভাগের ১৩ তম ব্যাচের আব্দুর রহমান এবং ম্যাচ সেরা হন রবিউল আউল পিয়াশ।

খেলা শেষে সন্ধ্যায় বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ভারপ্রাপ্ত পরিচালক মুহম্মদ রুবেল মিয়া। গত ১৩ মার্চ শুরু হয় আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২৩। এতে ৩২টি বিভাগ অংশ নেয়।

উল্লেখ্য, নোবিপ্রবিতে সমাজবিজ্ঞানের পঞ্চম শিরোপা সমাজবিজ্ঞানের ভলিবল এবং ফুটবল টিমের সক্রিয় সদস্য সদ্যপ্রয়াত আপ্রুশি মারমা-কে উৎসর্গ করা হয় ।

মন্তব্য করুন।

আপনার মেইল প্রকাশিত হবে না।