সেই রুশ সেনাবহর নিয়ে বিস্ফোরক তথ্য জানালেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ

0 30

সমানের দিনগুলোতে ইউক্রেনে তাপমাত্রার পারদ নিচে নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে যাত্রা করা রাশিয়ার ৪০ মাইল দীর্ঘ সেই সেনাবহর পথেই প্রচণ্ড ঠাণ্ডায় জমে মারা যেতে পারেন বলে বাল্টিক সিকিউরিটি ফাউন্ডেশনের সিনিয়র প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্লেন গ্রান্টের বরাত দিয়ে মার্কিন সাময়িকী নিউজস উইক এক প্রতিবেদনে জানিয়েছে।

এ ব্যাপারে গ্লেন গ্রান্ট বলেন, ছেলেরা (রুশ সেনা) অপেক্ষা করবে না, তারা বেরিয়ে আসবে, জঙ্গলে হাঁটতে শুরু করবে এবং ঠাণ্ডায় জমে মৃত্যু এড়াতে পিছু হঠবে।

এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভ অভিমুখে যাত্রা শুরু করা ওই সেনাবহরের গতি ধীর হয়ে যাওয়ায় শুরু হয়েছে উদ্বেগ। বর্তমানে ওই সেনাবহর কিয়েভের কেন্দ্রস্থল থেকে ১৯ মাইল দূরে রয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে।

চলতি সপ্তাহের মাঝামাঝি পূর্ব ইউরোপ প্রবল শীতের কবলে পড়বে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে। কিয়েভ ও আশেপাশের এলাকায় তাপমাত্রা এরই মধ্যে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে।

মন্তব্য করুন।

আপনার মেইল প্রকাশিত হবে না।