ইউক্রেনে নো-ফ্লাই জোন নিয়ে কড়া বার্তা দিলেন পুতিন

0 28

 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার বলেছেন, যদি কোনো দেশ ইউক্রেনের উপর নো-ফ্লাই জোন আরোপ করতে চায় তাহলে তারাও রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িয়েছে বলে ধরে নেবে মস্কো।

রাশিয়ার ফ্ল্যাগশিপ বিমান অ্যারোফ্লটের কর্মীদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, এ ধরনের যেকোনো পদক্ষেপকে আমরা আমাদের বিরুদ্ধে ওই দেশের সশস্ত্র সংঘাতে অংশ গ্রহণ বলে ধরে নেব।

টেলিভিশনে প্রচারিত ওই ভাষণে পুতিন আরও বলেন, নো-ফ্লাই জোন আরোপ করা ‘শুধু ইউরোপ নয়, সমগ্র বিশ্বের জন্য বিশাল এবং বিপর্যয়কর পরিণতি’ বয়ে আনবে।

এ সময় সামরিক আইন জারির কোনো পরিকল্পনা নেই বলেও জানান পুতিন।

রাশিয়ার ফ্ল্যাগশিপ বিমান অ্যারোফ্লটের কর্মীদের উদ্দেশে তিনি বলেন, সামরিক আইন জারি করা হবে শুধুমাত্র বাইরের দেশ থেমে হামলা হলেই…..এই মুহূর্তে এ ধরনের কোনো পরিকল্পনা নেই এবং আশা করি আমাদের এটার দরকার হবে না।

টেলিভিশনে প্রচারিত ওই বক্তব্যে পুতিন আরও বলেন, রাশিয়া ইউক্রেনকে বেসামরিকীকরণ এবং নাৎসিমুক্ত করতে চেয়েছে।

এদিকে শনিবার রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন বলেছে, পশ্চিমারা তাদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে ‘গুন্ডার মতো ব্যবহার করছে’।

মন্তব্য করুন।

আপনার মেইল প্রকাশিত হবে না।