ডয়চে ভেলের তথ্যচিত্রে সাক্ষাৎকার দেওয়া নাফিজ মোহাম্মদ আলম গ্রেপ্তার

0 43

জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের একটি বিশেষ তথ্যচিত্রে সাক্ষাৎকার দেয় নাফিজ মোহাম্মদ আলম। সাক্ষাৎকারদানকারী সেই নাফিজকে গ্রেপ্তার করেছে পুলিশ। বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ গতকাল রোববার রাতে।

আজ সোমবার (১০/০৪/২০২৩ খ্রি.) ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার আবদুল আহাদ গণমাধ্যমকে জানান, পর্নোগ্রাফির একটি মামলায় নাফিজ মোহাম্মদ আলম নামের একজনকে তাঁর বসুন্ধরার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তল্লাশির সময়ে তাঁর বাসায় বিদেশি মদ পাওয়া যায়।

উপকমিশনার আবদুল আহাদ আরও জানান, বাসায় বিদেশি মদ পাওয়ায় নাফিজ মোহাম্মদ আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে। আজ আদালতে তুলে তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।

এদিকে ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাংলাদেশের “ডেথ স্কোয়াডের” ভেতরের কথা’ তথ্যচিত্রে সাক্ষাৎকার দেওয়া নাফিজ মোহাম্মদ আলমকে তাঁর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে গতকাল ভাটারা থানার পুলিশ তুলে নিয়ে যায়। ডয়চে ভেলেকে এ কথা জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি। যে নাফিজ মোহাম্মদ আলমের বন্ধু।

-প্র.আ.

মন্তব্য করুন।

আপনার মেইল প্রকাশিত হবে না।