নাটোরে চলন্ত ট্রেন থেকে পড়ে সেনাসদস্য আহত

নাটোর প্রতিনিধি

0 27

নাটোর রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে ফয়সাল আহমেদ (২৮) নামের এক সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার রাত পৌনে একটার দিকে নাটোর রেলওয়ে স্টেশনের অদূরে রেলওয়ে গেট এলাকায় এই ঘটনা ঘটে। আহত ফয়সাল নড়াইল জেলার শ্রীনগর গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

নাটোর রেলস্টেশনের স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, শুক্রবার রাত পৌনে একটার দিকে চলন্ত অবস্থায় খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস থেকে এক যুবককে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

পরে এলাকার লোকজন ফয়সালকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। তবে স্টেশন ত্যাগের অব্যবহিত পরে ট্রেনটি দ্রুতগামী না হওয়ায় তেমন একটা ক্ষতি হয়নি বলে তিনি জানান।

এদিকে, খবর পেয়ে সকালে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট থেকে সেনাসদস্যরা এসে চিকিৎসা শেষে তাকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করেন।

হাসপাতালে চিকিৎসাধীন ফয়সাল আহমেদ জানান, তিনি সৈয়দপুর সেনানিবাসে কর্মরত আছেন। ছুটি পেয়ে বাড়ি যাবার জন্য সৈয়দপুর স্টেশন থেকে ট্রেনে চড়েছিলেন।

পথে নাটোর এসে দরজার কাছে দাঁড়ালে তিনি মাথা ঘুরে ট্রেন থেকে পড়ে যান। কেউ তাকে ধাক্কা দেয়া বা হত্যার চেষ্টা করেনি।

মন্তব্য করুন।

আপনার মেইল প্রকাশিত হবে না।