বনপাড়া পৌরসভায় মশক নিধন অভিযান

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

0 11

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভায় মশার আক্রমণ রোধ ও ডেঙ্গু রোগ থেকে রক্ষা পেতে মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার সন্ধ্যায় ৬টায় বনপাড়া বাজারে মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি কেএম জাকির হোসেন আনুষ্ঠানিক ভাবে এ অভিযানের উদ্বোধন করেন।

এ সময় ওয়ার্ড কাউন্সিলর মোহিত কুমার সরকার, শরীফুন্নেসা শিরিন ও সোনাভান খাতুন, সচিব আব্দুল হাই, হিসাবরক্ষক দেলোয়ার হোসেনসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় মেয়র কেএম জাকির হোসেন জানান, মশামুক্ত পৌরসভা গড়ার লক্ষ্যে পর্যায়ক্রমে সবগুলো ওয়ার্ডেই ওষুধ প্রয়োগ করা হবে।

একই সঙ্গে তিনি নিজ নিজ বসতবাড়ি ও তার আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে মশক নিধনে সহযোগিতার জন্য পৌরবাসীর প্রতি আহ্বান জানান।

মন্তব্য করুন।

আপনার মেইল প্রকাশিত হবে না।