মেধা ও সাধারণ বৃত্তি: ধারাবারিষা উচ্চ বিদ্যালয়ে ০৬ জন

মোঃ সোহাগ আরেফীন, উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর, নাটোর।

0 205

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী এর ১০ই ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দের বিজ্ঞপ্তি মূলে জানা যায়, ধারাবারিষা উচ্চ বিদ্যালয় থেকে ০৬ জন বৃত্তি পেয়েছে।

২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এ মেধা ও সাধারণ  বৃত্তি দেয়া হয়।
বিজ্ঞপ্তির ফলাফল থেকে দেখা যায়, নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন ধারাবারিষা উচ্চ বিদ্যালয় হতে মোট ০৬ জন শিক্ষার্থী মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি লাভ করে।

মেধা এবং সাধারণ এ দুটি বৃত্তির প্রকারে বৃত্তির বিপরীতে দুই বছর মেয়াদে টাকা প্রদান করা হয়। মেধাবৃত্তি প্রতিমাসে ৬০০/- টাকা হিসাবে এবং সাধারণ বৃত্তি ৩৫০/- টাকা হারে প্রদান করা হয়।

বৃত্তিপ্রাপ্তির যোগ্যতা:

১। সংশ্লিষ্ট পরীক্ষায় প্রাপ্ত ন্যূনতম যোগ্যতা জিপিএ ৩.০০ ধরা হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ভিত্তিতে (৪র্থ বিষয় ব্যতীত) বৃত্তি প্রদান করা হয়েছে।
২। একাধিক শিক্ষার্থী একই জিপিএ পেলে প্রথমে ৪র্থ বিষয় ব্যতীত প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম প্রস্তুত করা হয়েছে।
৩। এবং একই হলে তারপর ৪র্থ বিষয়সহ ধরা হয়েছে।
৪। তাও একই হলে পর্যায়ক্রমে বাংলা, ইংরেজি ও সাধারণ গণিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হয়েছে।

বৃত্তি পেল যারা-

মেধাবৃত্তি:
১। মোঃ মোস্তফা কামাল, পিতা- মোঃ শুকচান মোল্লা, মাতা- মোছাঃ মমতাজ বেগম।
২। মোছাঃ তামান্না আফরোজ, পিতা- মোঃ আব্দুল বারী, মাতা- মোছাঃনাসিমা খাতুন।
সাধারণ বৃত্তি:
১। ফজলে রাব্বী, পিতা- মোঃ মাহাবুবুর রহমান, মাতা- মোছাঃ নূরজাহান খাতুন।
২। মোছাঃ রুপালী খাতুন, পিতা- মোঃ রফিকুল ইসলাম, মাতা-মোছাঃ আশুরা খাতুন।
৩। মোছাঃ বিথী খাতুন, পিতা- মোঃ বাবলু, মাতা- হাসি বেগম
এবং উপজেলা ভিত্তিক বৃত্তি পেয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোছাঃ নাইমুন নাহার মিতু, পিতা- মোঃ মুন্টু মিয়া, মাতা- মোছাঃ আসমা খাতুন।

বৃত্তি পাওয়া শিক্ষার্থী এবং অভিভাবকগণ খুশি হয়েছেন এবং শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো করার ইচ্ছা প্রকাশ করেছে।

বৃত্তির ফলাফল সম্পর্কে অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রোকনুজ্জামান বলেন, শিক্ষার্থীদের বৃত্তি পাওয়ায় আমরা খুশি। আশা করি তারা ভবিষ্যতে শিক্ষাজীবনে আরও ভালো করবে। এবং তাদের অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে দেশ ও জাতীর মুখ ‍উজ্জল করবে।

 

রাজশাহী শিক্ষাবোর্ডের সকলের রেজাল্ট দেখুন এখানে।

 

মন্তব্য করুন।

আপনার মেইল প্রকাশিত হবে না।