গবেষণা সরঞ্জাম কিনতে ৬০ হাজার করে টাকা পেলো ২২৮ স্কুল-কলেজ

0 7

গবেষণা সরঞ্জাম কিনতে ২২৮ স্কুল কলেজকে ১ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বাজেটে সরঞ্জামাদি খাতে এসব প্রতিষ্ঠানকে টাকা দেয়া হয়েছে। বিভাগ থেকে প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা বরাবার এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

জানা গেছে, গবেষণা সরঞ্জামাদি খাতে প্রতিটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা করে দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে থাকা ২২৮টি স্কুল ও কলেজ এ টাকা বরাদ্দ দেয়া হয়।

একই সাথে বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করেছে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।

এ টাকা খরচে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিছু শর্ত দিয়েছে মন্ত্রণালয়। এগুলো মধ্যে বলা হয়েছে, সরকারের যাবতীয় অর্থিক বিধিবিধান মেনে এ টাকা খরচ করতে হবে।

অব্যায়িত টাকা ৩০ জুনের মধ্যে সমর্পণ করতে হবে। ব্যয় ও বিল পরিশোধে অনিয়ম হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে। গবেষণা সরঞ্জাম কেনা ছাড়া অন্য কোন কাজে এ টাকা ব্যয় করা যাবে না।

কোনো প্রতিষ্ঠানের নামে দুইবার মঞ্জুরী দেয়া হলে তার বিপরীতে একটি মঞ্জুরীর টাকা ছাড় করতে হবে।

পাঠকদের জন্য গবেষণা সরঞ্জাম কিনতে বরাদ্দ পাওয়া স্কুলগুলোর তালিকা তুলে ধরা হলো।

Leave A Reply

Your email address will not be published.