নাটোর জেলা আ’লীগের সভাপতি কুদ্দস এমপি ও সাধারণ সম্পাদক রমজান
মোঃ সোহাগ আরেফিন, উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর, নাটোর।
নাটোরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আব্দুল কুদ্দুস এমপি পুনরায় সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্য সদস্যদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে। বিকালে নাটোর শহরের শংকর গোবিন্দ চৌধুরি স্টেডিয়ামে দলটির কাউন্সিল শেষে সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।
এরআগে দুপুরে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
এ সময় তিনি বলেন, বিশৃংখলাকারীদের হাতে আমরা আমাদের অর্জন উন্নয়ন তুলে দিতে পারিনা। কোন অপকর্মকারীদের আওয়ামীলীগে ঠাঁই নাই। যারা ক্ষমতায় বসে এর অপব্যবহার করে দলে ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করতে হবে।
সম্মেলনের বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ এমপি।
সম্মেলনের উদ্বোধন করেন দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস এমপির সভাপতিত্বে, সঞ্চালনায় ছিলেন সম্পাদক শফিকুল ইসলাম শিমুল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শহিদুল ইসলাম বকুল এমপি ও সংরক্ষিত আসনের নারী সাংসদ রত্না আহমেদসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।