বড় আতঙ্কের নাম ডেঙ্গু; একদিনে ৬ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট.

0 44

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু হয় এটি। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ জনের মতো। এর আগে গত ৪ জুলাই ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৬ ডেঙ্গুরোগী, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ।

এর আগে গত ৮ জুলাই একদিনে সর্বোচ্চ ৮২০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছে বলে রোববার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম এবিষয়টি নিশ্চিত করেন।

১ জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৯৫৪ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৯০ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৩ হাজার ৮৬৪ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১০ হাজার ১৩১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭ হাজার ৬৬ জন এবং ঢাকার বাইরের ৩ হাজার ৬৫ জন।

এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

মন্তব্য করুন।

আপনার মেইল প্রকাশিত হবে না।