ধারাবারিষায় দুই পক্ষের সংঘর্ষ, গুলি বর্ষণ- আহত ৪

বিশেষ প্রতিনিধি, গুরুদাসপুর, নাটোর।

0 27


নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন ৪ জন।


সংঘর্ষে গুলির আঘাতে আহত রিপন (৩৮) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বুধবার সন্ধা ৬টার দিকে ধারাবারিষা ইউনিয়নের খাঁকড়াদহ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এসময় খবর পেয়ে আহতদের দেখতে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন স্থানীয় সাংসদ অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস।

স্থানীয় সূত্রে জানা যায়, খাঁকড়াদহ এলাকার আওয়ামীলীগ সমর্থক রিপন ও হাবিব মন্ডলের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে দেশীয় অস্ত্র ব্যবহার ও গুলি বর্ষণ করা হয়। ঘটনাস্থলেই ধারাবারিষা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক রিপন সমর্থকের রিপন আলী (৩৮) নামের একজন গুলিবিদ্ধ হয়।

তাছাড়াও মকলেছুর রহমান (৪০), হেলাল (৪৫) দেশীয় অস্ত্র ফালার আঘাতে গুরুতর আহত হয়। অপরদিকে হাবিব মন্ডল সমর্থকের আরিফ হোসেন (৩২) ফালার আঘাতে গুরুতর আহত হয়েছে।

গুলিবিদ্ধ রিপনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং বাকি তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.শারমিন ইসলাম জানান, রিপন নামের রোগীর পায়ে হাত দিয়ে বুলেটের অস্তিত্ব পাওয়া যায়। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মতিন জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন।

আপনার মেইল প্রকাশিত হবে না।