শিক্ষাব্যবস্থায় পরিবর্তনের যে কারণ জানালেন শিক্ষামন্ত্রী

0 27

নতুন প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করতে পারে তাই শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। তিনি বলেছেন, এদেশের নতুন প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করতে পারে তাই শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। ১৯৭৫ খ্রিষ্টাব্দের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর এদেশকে আবারও পাকিস্তান বানানোর পরিকল্পনা চলছিলো। কিন্তু জাতির পিতার দুই সুযোগ্য কন্যা বেঁচে থাকায় সেটি সম্ভব হয়নি।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন এ সভার আয়োজন করে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, কোনও মানুষ যখন সিদ্ধান্ত নেবে, নিজের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য; তখন তাদেরই বেছে নেবে, যারা এ দেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, উন্নয়নের জন্য কাজ করছে। তাদের বেছে নেবে না, যারা ৭১-এ যুদ্ধাপরাধীদের দোসর। যারা ২০০১ থেকে ২০০৬ খ্রিষ্টাব্দে পর্যন্ত দেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছিলো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. দেলওয়ার হোসেন। সভায় বীর মুক্তিযোদ্ধাদের মাসিকভাতা বৃদ্ধি করে ২৫ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়।

মন্তব্য করুন।

আপনার মেইল প্রকাশিত হবে না।